Wednesday , March 7 2018
Home / স্বাস্থ্য / জেনে রাখুন শিশুর স্মরণশক্তি বাড়ানোর উপায়!

জেনে রাখুন শিশুর স্মরণশক্তি বাড়ানোর উপায়!

সকল শিশুর প্রতিভা, বুদ্ধির দীপ্তি এবং মাত্রা সমান নয়। কিন্তু শিশুকাল থেকেই ঘটতে থাকে প্রতিভার বিকাশ, মেধার বিপুল ও বিস্ময়কর বিস্ফোরণ। মেধাবী শিশু পেতে হলে গর্ভবতী মায়ের পরিপূর্ণ যত্ন নিতে হবে। কেননা, একজন সুস্থ্য মা জন্ম দিতে পারে একজন সুস্থ্য শিশুর। এজন্য মায়ের পুষ্টি ও মনের শান্তি বজায় রাখা জরুরি। সেই সাথে শিশু জন্মের পরে কিছু নিয়ম, কিছু কৌশল, কিছু ধারণা শিশুর স্মরণশক্তি বৃদ্ধিতে সহয়ায়ক হতে পারে। শিশুকে সামনের দিকে নিয়ে যেতে পারে।

আর সে জন্য দরকার-

১. সুষম খাদ্য

২. পরিমিত ঘুম

৩. আত্মবিশ্বাস

৪. নিয়মিত ব্যায়াম

৫. প্রশংসা (পজিটিভ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি)

৬. পড়ার কৌশল

শিশুর স্মরণশক্তি বাড়ানোর কার্যকরি কিছু উপায় জেনে নেয়া যাক:

১. মায়ের দুধ শিশুর স্মরণশক্তি বৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। এর বিকল্প আর কিছুই নেই। এটা আল্লাহর এক অশেষ নেয়ামক।

২. কিশোর-কিশোরীদের জন্য পুষ্টি ও সুষম খাদ্য শারীরিক ও মানসিক বিকাশের জন্য একান্ত দরকার । অনেক টিনএজ মেয়েরা ডায়েটিং করে থাকে। এতে স্মরণশক্তি বৃদ্ধির ক্ষেত্রে অন্তরায় হতে পারে।

৩. দুধের সঙ্গে বাদাম মিশিয়ে সকালে খাওয়ানো যেতে পারে।

৪. তাজা ফলমূল যেমন: আম, পেঁপে, পেয়ারা, তরমুজ ইত্যাদি বেশি বেশি খাওয়ানো উচিত।

৫. শিশুর আয়রণ ও জিংক ঘাটতি থাকলে স্মরণশক্তির সমস্যা থাকতে পারে। সেদিকে খেয়াল রেখে চিকিৎসকের পরামর্শক্রমে জিংক ও আয়রন খাওয়ানো যেতে পারে।

৬. ওমেগা ও ফ্যাটি এসিড বুদ্ধি ও স্মরণশক্তি সঙ্গে সম্পৃক্ত আছে বলে বিশ্বাস করা হয় অতএব ওমেগা এগুলো বেশি খাওয়ানো উচিত। ব্রিটেনে একটি গবেষণায় দেখা গেছে কম মনোযোগী বাচ্চাদের (Fish Oil) খাওয়ানোর পর তাদের বিহেভিয়ার ও স্কুল Performance এর উন্নতি হয়েছে। তাই এগুলো পরিমাণে সামান্য কম, ভাত+সবজি+মাছ খাওয়াই ভালো।

৭. শিশুর স্মরণশক্তির জন্য পরিমিত ঘুম খুবই দরকার। এইজন্য পরীক্ষার আগে সারারাত জেগে পড়ার কোনো যৌক্তিকতা আছে বলে মনে হচ্ছে না। রুটিন মাফিক পড়াই উত্তম। পড়ার পর বিশ্রাম ও ঘুম স্মরণশক্তি বাড়ায়।

৮. ব্যায়াম স্মরণশক্তি বাড়ায়। পেটভরে বড় বড় করে বাচ্চাকে শ্বাস নিতে বলুন। এতে করে ব্রেনে অক্সিজেন বেশি সঞ্চালন হবে। ফলে স্মরণশক্তি বাড়বে।

৯. সুগার ছাড়া চুইংগাম চিবাতে পারে এতে কিছুক্ষণের জন্য; ব্রেনে অক্সিজেন সঞ্চালন বেশি হতে পারে।

১১. যদি খুব টেনশন করতে দেয়া যাবে না। প্রয়োজনে শিশুকে নিয়মিত মেডিটেশন করাতে পারেন।

১২. শিশুকে যতোটুকু পড়াবেন তা যেন শিশু বুঝে বুঝে পড়ে এবং পড়ার সঙ্গে সম্পৃক্ততা থাকে এমন কিছু মিলিয়ে উদাহরণ দিয়ে কোনো ক্ষেত্র তৈরি করে পড়ানো উচিত। সেই সাথে ছন্দ ও সুর করে পড়া ভালো। প্রতিদিন রুটিন মাফিক পড়াতে বসান।

১৩. মৃদু জোরে জোরে পড়লে দুটি ইন্দ্রীয় কাজ করে থাকে বিধায় মনোযোগ বেশি থাকে শিশুর জন্য এটি দরকারি।

১৪. একটানা দীর্ঘ সময় পড়ার পর মাঝখানে একটু বিশ্রাম নেয়া ভালো। তাতে আবার পূর্ণ শক্তি পাওয়া যায়।

১৫. পড়া শেষ হলে একটা নির্দিষ্ট সময় খেলা করা সুযোগ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *