টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।
শীতে ত্বকের যত্নে বিভিন্ন রকমের তেল ব্যবহার করি আমরা। বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম, লোশন, বডি বাটার এগুলো কেনার হিড়িক পড়ে যায় সবার মাঝে। ঘরোয়াভাবে ত্বকের যত্নে ব্যবহার করা হয় মধু, লেবু ইত্যাদি। কিন্তু এত কিছু করেও একটি ব্যাপার এড়ানো যায় না আর তা হলো পায়ের গোড়ালী ফাটার সমস্যা। এই সমস্যা দূর করতে আপনার কাজে আসবে পিঁয়াজ। বিশ্বাস হচ্ছে না তো? চলুন দেখে নিই গোড়ালি ফাটার সমস্যা একরাতে দূর করতে পিঁয়াজ ব্যবহারের উপায়টি।
গোড়ালি ফাটার সমস্যা থাকলে আপনার দরকার হবে বড় পিঁয়াজের স্লাইস এবং মোটা মোজা। ঘুমাতে যাবার আগে পা খুব ভালো করে ধুয়ে নিন। ইচ্ছে হলে আপনার পছন্দের ময়েশ্চারাইজার দিতে পারেন। এরপর পায়ের গোড়ালির ওপর মোটা এক স্লাইস পিঁয়াজ রেখে মোজা পরে নিন। এভাবে ঘুমিয়ে পড়লে সকালে উঠে দেখবেন গোড়ালির ত্বক হয়ে উঠেছে নরম, কোমল।