Friday , January 19 2018
Home / বিনোদন / থাইল্যান্ডে বেড়াতে গিয়ে সাপের কামড় খেলেন এই অভিনেত্রী

থাইল্যান্ডে বেড়াতে গিয়ে সাপের কামড় খেলেন এই অভিনেত্রী

ব্যক্তিগত জীবনে নানা কারণে বহুবার বিতর্কের শিরোনামে এসেছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। এক সময়ের আলোচিত মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহান অনেকদিন ধরেই মিডিয়ার বাইরে। তবে এবার সাপের কামড় খেয়ে আলোচনায় এলেন তিনি। জানা গেছে, থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন লিন্ডসে লোহান।

হাইকিং করতে গিয়ে সাপের কামড় খেয়েছেন লিন্ডসে, ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন এ খবর। গোড়ালির ঠিক ওপরে কয়েকবার কামড়েছে সাপ। ছবিতে দেখা যায় সাত-আটটি ক্ষত। তার মানে একবার নয়, সাপটি পরপর কয়েকবার কামড়েছে অভিনেত্রীকে। এই ছবি দেখে ভক্তরা যখন উত্কণ্ঠায়, ঠিক তখনই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, সাপ খুব একটা বিষাক্ত ছিল না।

জানা গেছে, তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। এখন লিন্ডসে সুস্থ আছেন। সাপের কামড়ে রক্তাক্ত পায়ের ছবিও পোস্ট করেছেন তিনি। এছাড়াও ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেছেন, ‘ফুকেট (থাইল্যান্ড) জায়গাটি অনেক সুন্দর, খুব ভালো লেগেছে, শুধু সাপের কামড় ছাড়া। যাই হোক আমি ভালো আছি। ফুকেটেই আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

বলে রাখা ভালো, রাশিয়ান ব্যবসায়ী ইগোর তারাবাসোভের সঙ্গে প্রেম, বাগদান ও বিচ্ছেদের পর অভিনয় থেকে সরে লন্ডনে বসবাস করে আসছিলেন। এরপর দুবাইয়ে বসবাসের কথা শোনা গিয়েছিল। সেখানে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এরপর জানিয়েছিলেন, হলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে ফেরার আর কোন ইচ্ছে নেই তার।

Check Also

এবার বন্দী পাখি মুক্ত হবে

  শোনা গিয়েছিল, চলচ্চিত্রে আর অভিনয় করবেন না অপু বিশ্বাস। নতুন বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *