Friday , January 19 2018
Home / আন্তর্জাতিক / মর্মাহত মিয়ানমার

মর্মাহত মিয়ানমার

মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর সহিংসতা চালানোর জন্য গত সপ্তাহে মিয়ানমারের এক জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে মিয়ানমার সরকার মর্মাহত হয়েছে বলে অং সান সু চির কার্যালয়ের মুখপাত্র জ হতয় জানিয়েছেন।

তিনি বলেন, মেজর জেনারেল মং মং সোয়ের বিরুদ্ধে তথ্য-প্রমাণ ছাড়াই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। প্রসঙ্গত, মং মং সো নামের ওই সেনা কর্মকর্তা দেশটির পশ্চিমাঞ্চলীয় কমান্ডের শীর্ষ পদে নিয়োজিত ছিলেন। রাখাইন প্রদেশ ওই কমান্ডের আওতাধীন। মং সোর নেতৃত্বেই সেখানে নিধনযজ্ঞ চালায় সেনাবাহিনী। জ হতয় বলেন, সেনাবাহিনীর নৃশংসতার নির্ভরযোগ্য তথ্য ও শক্ত প্রমাণ পেলে মিয়ানমার পদক্ষেপ নেবে।

Check Also

নারী ও শিশু খুন হয়েছে হংকংয়ের বিলাসবহুল হোটেলে

হংকংয়ের বিলাসবহুল হোটেল রিটজ কার্লটনে এক নারী ও এক শিশুকে খুন করা হয়েছে। এ ঘটনায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *