Thursday , October 12 2017
Home / আন্তর্জাতিক / পুনমের যে ভিডিও নিয়ে ইউটিউব তোল্পাড় … দেখুন

পুনমের যে ভিডিও নিয়ে ইউটিউব তোল্পাড় … দেখুন

ডেইলিসকাল ডেস্ক: অনেক দিন ধরেই ট্ইুটারে আমার ভক্তদের অভিযোগ ছিল নিয়মিত কেন ভিডিও আপলোড করি না। বিষয়টি নিয়ে আমিও ভেবেছি। আর সে কারণেই ভক্তদের জন্য একটি ভিডিও তৈরি করেছি আমি। এটি পুরোপুরি হট একটি ভিডিও । এটা ক্রিসমাসে সবার জন্য আমার উপহার। এমনভাবেই নিজের এ নতুন ভিডিও আসার ঘোষণা দিলেন চলতি সময়ের আলোচিত ও বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডে।
টুইটারে এরই মধ্যে অনেকটাই সান্তা ক্রুজের পোশাকে একটি নতুন অর্ধনগ্ন ছবিও পোস্ট করেছেন তিনি। সে ছবির সঙ্গেই নিজের নতুন ভিডিও আসার ঘোষণা দিলেন তিনি। এদিকে টুইটারে সর্বশেষ একটি ইয়োগা ভিডিও প্রকাশ করেছিলেন পুনম, যা নিয়ে ব্যাপক হৈচৈ পড়ে গিয়েছিল। এবার নতুন এ ভিডিওতেও আবেদনময়ীরূপেই হাজির হবেন ‘নাশা’ ছবি খ্যাত এ অভিনেত্রী।
এ বিষয়ে পুণম বলেন, ভক্তদের জন্যই আমি আজকের এ অবস্থানে আসতে পেরেছি। আমি জানি ভক্তদের প্রত্যাশার কথা। সে কারণেই আমার এ নতুন ভিডিওটি করা। এখানে সুপারহট পুনমকেই সবাই আবিষ্কার করতে পারবে। এটা ভক্তদের জন্য আমার চমক। আমার ধারণা ভিডিওটি সবাইকে দারুণ আনন্দ দেবে।

Check Also

যে কারনে ক্রিকেট দল কিনলেন সানি লিওন ? দেখুন আরো বিস্তারিত  

যে কারনে ক্রিকেট দল কিনলেন সানি লিওন ? দেখুন আর বিস্তারিত ভিডিওতে বিনোদন ডেস্ক: গােটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *